হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত হাদিসটি "শারহ-এ-নাহজুল-বালাগাহ, ইবনে আবিল-হাদিদ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম আলী (আ.) বলেছেন:
مَنْ طَلَبَ عِزّا بِظُلْمٍ وَباطِلٍ أَوْرَثَهُ اللّه ُ ذُلاًّ بِإِنْصافٍ وَ حَقٍّ؛
যে ব্যক্তি অত্যাচার ও অবিচারের মাধ্যমে সম্মান খোঁজে তাই আল্লাহতায়ালা সত্য ও ন্যায়ের সাথে অপমানকে তার নিয়ত বলে ঘোষণা করেন।
(শারহ-এ-নাহজুল-বালাগাহ, ইবনে আবিল-হাদিদ, খ. ২০, পৃ. ৩০৯, হা. ৫৩৬)